Saturday 5 December 2015

নারী-পুরুষের চাঞ্চল্যকর তথ্য



পুরুষ নারীর ব্যবহার থেকে মানসিকতা, চিন্তাভাবনায় হাজারও ফারাক।
সেই নিরিখে ধারণা করা যেতে পারে, পুরুষ নারীর মস্তিষ্কের গড়ন বোধহয় আলাদা। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা জানাচ্ছেন, মস্তিষ্কের গঠনতন্ত্রে রকম কোনো ভেদাভেদ নেই। কলকাতা টুয়েন্টিফোর। ১৬৯ পুরুষ মস্তিষ্ক ১১২ নারী মস্তিষ্ক নিয়ে গবেষণা করেন একদল গবেষক। ঠিক কোন কোন জায়গায় তা আলাদা হয়ে যায় তা নিয়েই চুলচেরা বিচার করেন তারা। ম্যাগনেটিং রেজোনেন্স ইমেজিং বা এমআরআই পদ্ধতির সাহায্যে কাজ করেন তারা। প্রাথমিক পরীক্ষায় মস্তিষ্কের অন্তত ১০টি অঞ্চলে ৩৩ শতাংশ ফারাক নজরে আসে। আরও বিস্তারিত গবেষণায় ফারাকের পরিমাণ ক্রমশ কমতে থাকে। দেখা যায়, পুরুষ বা নারীর মস্তিষ্কে ফারাক বলতে মোটে শতাংশ। অর্থাৎ ১০০টির মধ্যে মাত্র ৬টি মস্তিষ্ক পাওয়া যায়, যেগুলো নির্দিষ্টভাবে পুরুষের ধর্ম মানে কিংবা নারীর। এরপর ২৬ বছর বয়সী মস্তিষ্কের ওপর পরীক্ষা চালাতে গিয়ে দেখা যায়, ধরনের নির্দিষ্ট মেরুকরণসম্পন্ন মস্তিষ্ক মোটে দশমিক শতাংশ। গবেষণায় স্পষ্টতই প্রমাণ মিলছে, মানুষের মস্তিষ্কের কোনো লিঙ্গভেদ সেই অর্থে নেই। তফাৎ তৈরি হয় অন্য বিষয়ে। লিঙ্গ ভেদ নিয়ে মানুষের মাতামাতি গবেষণা হয়তো অনেকটাই কমিয়ে দেবে, এমনটাই মনে করছেন উইমেন স্টাটিজের বিশিষ্ট অধ্যাপিকা জর্ডন ইয়ং

No comments:

Post a Comment