Thursday 26 November 2015

বাংলাদেশকে এক কোটি ডলার দেবে আইসিসি



স্পোর্টস ডেস্ক: সর্বোচ্চ জনপ্রিয় ফরম্যাট টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রতি বছর এক কোটি করে ডলার দেবে আইসিসি। বৃহস্পতিবার এ তথ্যটি উঠে এসেছে ক্রিকেট বিষয় ওয়েবসাইড ক্রিকইনফো থেকে। ক্রিকইনফো জানায়, আইসিসির টেস্ট সদস্যদের শান্ত রাখতে এই সিদ্ধান্ত নিয়ে সংস্থাটি। টেস্ট ক্রিকেটে পূর্ণ সদস্য ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বাদে বাকি সাত দেশকে আসিসির গঠিত তহবিল থেকে প্রতি বছর এই ডলার দেওয়া হবে। টেস্ট ক্রিকেটে আইসিসির পূণ্য সদস্য দশ দেশ। আর এই পূণ্য সদস্যদের মধ্যে বাংলাদেশও তালিকার রয়েছে। তাই আসিসির সিদ্ধান্ত আনুয়ারি প্রতি বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক কোটি ডলার পাবে। আট বছর ধরে এই অর্থটা দেবে আইসিসি। তবে সব অর্থ একসঙ্গে দেয়া হবে। আট কিস্তিতে এই অর্থ দেয়া হবে। আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে এই অর্থ দেয়া হবে। আইসিসির এই অর্থ পেতে হলে কী কী শর্ত পূরণ করতে হবে, তা এখনো কোনো দেশকে সরাসরি জানানো হয়নি। 

Wednesday 25 November 2015

‘ইসলাম’ ছাড়া বাকি সব ধর্মই কি মিথ্যা?



পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা নিজেই ঘোষণা করেছেন যে, আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম কিন্তু প্রশ্ন হলো পৃথিবীতে বর্তমানে ইসলাম ছাড়াও অনেক ধর্ম প্রচলিত রয়েছে যেমন বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৫-২০ শতাংশ মুসলমান আর অধিকাংশ মানুষই মূর্তিপূজা করে তাহলে অন্য সব ধর্ম কি মিথ্যা? পিসটিভি বাংলার নিয়মিত আয়োজন প্রশ্নোত্তর পর্বে ডা. জাকির নায়েককে ঠিক এই প্রশ্নটিই করা হয়েছিল উত্তরে ডা. জাকির নায়েক বলেন, ইসলামে সংখ্যাগুরু দিয়ে সত্যকে মাপা যায় না ইসলাম সবার ওপরে সত্যকে বিশ্বাস করে কয়েক বছর আগেও পৃথিবীর অধিকাংশ মানুষ বিশ্বাস করত পৃথিবী সমতল তাহলে পৃথিবী কি সমতল? না তাহলে বেশির ভাগ মানুষেরই ভুল হতে পারে ইসলাম ধর্মে সূরা ইসরার ৮১ নাম্বার আয়াতে বলা হয়েছে, ‘বল! সত্য উপস্থিত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা প্রকৃতগত কারণেই বিলুপ্ত হবেআপনি আমেরিকা যান সেখানে দেখবেন অধিকাংশ মানুষ পর্নোগ্রাফিতে বিশ্বাসী অথচ আপনি এটাকে বিশ্বাস করেন করেন না কিন্তু পশ্চিমাবিশ্বের অধিকাংশ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে তাহলে কি আপনি ভুল বিশ্বাসে আছেন? অবশ্যই না আল্লাহ তায়ালা চাইলে পৃথিবীর সকল মানুষকে মুসলিম বানাতে পারতেন তিনিকুন’ (হও) বললেই (ফাইয়াকুন) হয়ে যেত কিন্তু জীবনটা হচ্ছে পরকালের জন্য পরীক্ষা আল্লাহ যদি চাইতেন পৃথিবীর কোন মানুষ মূর্তি পূজা করবেন না তাহলে তো আর পরীক্ষা থাকল না পরীক্ষাটা হচ্ছে, আল্লাহ আপনাকে কিছু আইন দিয়েছেন সেটা মানা না মানা আপনার ব্যাপার আর যে সকল মানুষ মূর্তি পূজা করে তারা তাদের নিজেদের ধর্মই মানছেন না কারণ কোন ধর্মেই মূর্তিপূজার কথা বলা হয়নি মানুষই এগুলো বানিয়ে নিয়েছে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বেদেও মূর্তি পূজার কথা বলা হয়নি গৌতম বৌদ্ধও কখনো মূর্তি বানাতে বলেননি খ্রীস্টান ধর্মের ওল্ট স্টেটম্যানেও মূর্তি পূজার কথা বলা হয়নি তারপরও যদি কেউ মূর্তি পূজা করে তাহলে কি সে সত্য হয়ে গেল? কেউ যদি কাল নবী মুহাম্মদ সা. এর মূর্তি বানিয়ে তাঁর পূজা করে আমি বলব সেটা ভুল কারণ নবী মুহাম্মদ সা. কখনোই তার মূর্তি বানাতে বলেননি অতএব কেউ যদি ভুল কাজ করে থাকে সেটা কখনই সত্য হয়ে যায় না চাই তারা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু তাই কেউ কোন ধর্ম মানতে গেল অনুসারীদের দেখবেন না আমি বলব সে ধর্মের ধর্মগ্রন্থকে দেখুন কোরআন দেখুন

বিপিএলে এবার ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে’



রাফসানজানিঃ ২০ নভেম্বরে উদ্ভোধনের একদিন পরই মাঠে গড়ায় বিপিএল তৃতীয় আসর এই আসরে ছোট-খাট ভুল ত্রুটি হলেও ঠিকঠাক মতই চলছে সবকিছুতবে অবাক করা বিষয় হচ্ছে এবার বিপিএলে প্রতিটি ম্যাচে ব্যাপক প্রতিদ্বন্দ্বীতা লক্ষ্য করা যাচ্ছেআর এতে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন গত দুই আসরের চেয়ে বিপিএল তৃতীয় আসর পেয়েছে ভিন্নতার ছোঁয়াগত আসরে ম্যাচ খেলোয়াড়দের পেমেন্ট ঝামেলা ম্যাচ ফিক্সিংয়ের মত কেলেঙ্কারির ঘটনা ঘটলেও এই আসরে তা লক্ষ্য করা যাচ্ছে না  
গতকাল (বুধবার) বিসিবি সভাপতি বলেন, ‘এবারের বিপিএল আসরটি আমরা নতুন আঙ্গিকে করার চেষ্টা করেছি কিছু বিষয় পরিবর্তন এবং সংযোজন করা হয়েছে এর মধ্যে মূল ইস্যু যেগুলো ছিল তার পুনরাবৃত্তি আমরা এখন পর্যন্ত পাইনি আগে পেমেন্ট নিয়ে এবং ম্যাচ ফিক্সিং নিয়ে নানা ধরনের সমস্যা ছিল এবারের আসরে এখন পর্যন্ত সেই সমস্যাগুলো আমরা দেখিনিলোকাল খেলোয়াড়দের কল্যানে এবারের বিপিএলে দারুণ চমক দেখছে ক্রিকেট বিশ্ব হেরে যাওয়া ম্যাচকেও জিতিয়ে তারা অবাক করে দিচ্ছে সবাইকেএছাড়া প্রতিটি দলকে বেশ ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে বিষয়ে তিনি আরো বলেন, ‘সবচেয়ে ভালো লাগছে এবার বিপিএলের প্রতিটি ম্যাচে ব্যাপক প্রতিদ্বন্দ্বীতা লক্ষ্য করা যাচ্ছে যা আমরা কল্পনাও করতে পারিনি বিপিএলের এখন পর্যন্ত এটা বড় একটি অর্জন টিমগুলোর মধ্যে সবাই ব্যালেন্স আমাদের লোকাল খেলোয়াড়দের পারফরম্যান্সের কারনে একটি নিশ্চিত হারা ম্যাচ জিতে যাচ্ছে এছাড়া বিপিএলে অনেক দর্শক হচ্ছে ওয়ার্কিডেতে বিপিএলে এর আগে এতো দর্শক দেখা যায়নি সব মিলিয়ে এখন পর্যন্ত বেশ ভালো